মা-বাবা

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

রাউফুর রবিন
  • 0
  • 0
(১)
ওমা তোমার আচল তলে এতো মায়া!
তোমার বুকে সমুদ্র ঐ ভালবাসার অমীয় ধারা ।
মাগো তুমি এমন কেন !
অন্য রকম ভাল,
তোমার চোখে দেখেছি ঐ চন্দ্রমাখা আলো।
মাগো আমি তোমার পায়ে একটু নুয়ে
থাকব আজীবন।
তবুও জানি ঋনের বোঝা,
হবে না পূরন।
তুমি মাগো সৃষ্টি ওগো স্রষ্টার অবদান।
তোমার তরে জানাই আমার অজস্র সালাম।
এই ধরনী ধন্য ওগো তোমার মায়ার জন্য।
তোমার মুখের একটু হাসি ,
হৃদয় আমায় হয় উদাসী তুমি অনন্য।
আমি ধন্য মাগো ধন্য ওগো তোমার মায়ার জন্য।
(২)
সালাম বাবা
তোমার বুকে দেখেছি ঐ পরশ মাখা স্নেহের ছায়া।
কর্মময় ঐ ব্যাস্ত ভীড়ে ,
ক্লান্তি জড়ানো হৃদয় নীড়ে।
পেয়েছি খুজে তোমার মাঝে একটু অভিমান।
এতো আমার ভালোবাসা অনেক খানি দাম।
বাবা তোমার তরে রইল আমার সহস্র সালাম।
হৃদয় আমার শূন্য যখন বাড়িয়ে দিলে হাত ,
তোমার বুকেই থাকব বাবা সকাল-সন্ধা -রাত।
তোমার হাতেই শাসন বাবা একটুখানি রাগ,
আবার তোমার হাতেই মাথা রেখে পার করেছি রাত।
তুমি আমার অনুপ্রেরনা,সাহস যোগানো হাত,
তোমার হাতটি আকড়ে ধরে পার হয়েছি পথ।
স্বপ্নগুলো রঙিন হল তোমার স্বপ্নে মিশে,
ধন্য করেছ বাবা তুমি আমাই জন্ম দিয়ে।
(৩)
স্রষ্টা তোয়াম অশেষ কৃপা,
যাদের জন্য দেখাতে পেলাম তোমার নিপুণতা।
তোমার তরে তাইতো আমি জানাই নিবেদন,
সুখে রেখো মা-বাবাকে তুমি সর্বক্ষন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৫ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪